
“নেদায়ে ইসলাম রঘুনাথপুর দাখিল মাদ্রাসাটি” ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত। অত্র এলাকার মুসলিম সন্তানদের মাঝে ইসলামি ও আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৭৯ খ্রি. সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য অবদান রেখে চলেছে। আমি মোঃ মোফাজ্জেল হোসেন গত ২০২০ খ্রি. সাল থেকে অদ্যবধি সুনামের সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসছি। প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় নিয়োজিত থাকি।